নির্বাচন বানচাল হতে পারে, শঙ্কা ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। ২৯ অক্টোবর

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ছোট শক্তি নয়, বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনি বলেন, ‘হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝঞ্চাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।’