নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’: ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণেছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তিগুলো তরুণ যোদ্ধাদের ভয় পায় এবং নির্বাচন আসার আগেই নিজেদের রাজত্ব কায়েম করতে চায়। জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।