পদত্যাগ করা ছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তা নেই: ১২–দলীয় জোট
ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে-বিদেশে ‘অকেজো সরকার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মনে করে বিএনপির সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে থাকা ১২–দলীয় জোট। এই জোটের নেতারা বলছেন, আওয়ামী লীগের বাঁচার এখন একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা। এ ছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তা নেই।
আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টন ও প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ১২–দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছেন জোটের নেতারা।
এ সময় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে-বিদেশে অকেজো সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার গ্যারান্টি নেই। তবে শিগগিরই জনগণ পতনের গ্যারান্টি কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে।
বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২–দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের বাঁচার এখন একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা। এ ছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তা নেই। বাংলাদেশের জনগণ এই সরকারের ওপর আর বিন্দুমাত্র আস্থা রাখতে পারছে না। দেশের অর্থনীতি ও জনগণের জীবন-জীবিকা এই সরকার ধ্বংস করে দিয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২–দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান ও বাংলাদেশ কল্যাণ পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ।