‘আমরা বিএনপি পরিবার’ নামে বিএনপির নতুন সেল গঠন
বিএনপির নেতা–কর্মীদের মধ্যে যাঁরা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাঁদের পাশে থাকতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সেল গঠন করা হয়েছে। এতে রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টা এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্যসচিব মো. মোকছেদুল মোমিন। এ ছাড়া বাকি সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন।