বেনজীরকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে সরকার: রাষ্ট্র সংস্কার আন্দোলন

রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা হয়ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে যখন শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছিল, তখন তিনি নিরপরাধ ছিলেন কি না, এমন প্রশ্ন তুলেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটি বলছে, সে (বেনজীর) তো এক দিনে গড়ে ওঠেনি। সরকার হীনস্বার্থে বেনজীরকে ব্যবহার করেছে। পাশাপাশি তাঁকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ তাদের।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে মাফিয়াতান্ত্রিক ক্ষমতার ভয়াবহ বহিঃপ্রকাশ গুম বন্ধ করতে দলমত–নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে’ এ আলোচনা সভার আয়োজন করে দলটি।

আলোচনা সভায় বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, কেন্দ্রীয় সংগঠক হাবিবুর রহমান, ২০২০ সালে গুমের শিকার সংগঠনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, ডিএসএ ভিকটিম নেটওয়ার্কের আহ্বায়ক গোলাম মাহফুজ জোয়ার্দার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র দ্বারা হওয়া নির্যাতন, নিপীড়নের মধ্যে সব থেকে নির্মম, নিষ্ঠুরতম জুলুম হচ্ছে গুম। সরকার মানুষকে বোঝাতে চায় যেকোনো সময়, যেকোনো কারণে বা অকারণে এই রাষ্ট্র চাইলেই যে কেউ গুম হয়ে যেতে পারে। এ জন্য হয়তো ১০০ মানুষকে গুম করে, কিন্তু তারা ভয় দেখাতে চায় কোটি কোটি মানুষকে। যাতে তাদের অন্যায্য ক্ষমতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হতে না পারে।