গণ অধিকার পরিষদেরও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা
আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে তারা আগামী বুধ ও বৃহস্পতিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।
দলমত–নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে অবরোধ পালনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক জোট ও দল আগামী বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।