যুবদলের সাবেক সভাপতি সাইফুল তিন দিনের রিমান্ডে

সাইফুল আলম
ছবি: সংগৃহীত

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলায় গ্রেপ্তার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ রোববার এ আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা বিস্ফোরক আইনের মামলায় যুবদল নেতা সাইফুল আলমকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির পদযাত্রা শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজারে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রায় যোগ দেন সাইফুল আলম। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কারওয়ান বাজারে বিএনপির পদযাত্রা শেষে সাইফুল এবং তাঁর সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর ঢিল ছুড়তে থাকেন ও আক্রমণ করেন। তাৎক্ষণিকভাবে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল আলমের বিরুদ্ধে আদালতের সাতটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।