জাপার দুই পক্ষের নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আইআরআই প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকা, ২১ আগস্টছবি: জাতীয় পার্টির সৌজন্যে

জাতীয় পার্টির (জাপা) দুই পক্ষের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে গণতন্ত্র, নির্বাচনী সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করা হয়। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে দলটির দুই অংশ।

আজ বৃহস্পতিবার সকালে প্রথম বৈঠক হয় জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে রাজধানীর বনানীর একটি হোটেলে। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মইনুর রাব্বী চৌধুরী ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান।

বৈঠকে আইআরআই প্রতিনিধিদলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সীমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী সংস্কার নিয়ে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে এ বৈঠক হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পরে রাজধানীর বনানীতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন অংশের নেতাদের সঙ্গে বৈঠক করেন আইআরআইর প্রতিনিধিদল। জাপার প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দলের এ অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, প্রয়োজনীয় সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।