দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে অগ্রসর হতে পারব: উপদেষ্টা মাহফুজ আলম
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকার এগোতে পারবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কি না, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মাহফুজ আলম।
আগের দিন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে। এদিন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাঁকে এ কথা বলেছিলেন।
এ বিষয় উল্লেখ করে আজকের সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে হবে, নাকি পরে?
এই প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারব কি না, এ বিষয়ে আমাদের কাছে সংশয় তৈরি হয়েছে। আসলে আপনি যদি সিটি করপোরেশনের দিকে তাকান বা ইউনিয়ন পরিষদের দিকে তাকান, অনেক সরকারি সেবা, যেটা জনগণ নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছেন না। আমরা এটি দেখার চেষ্টা করছি, আসলে এটি কীভাবে করলে...প্রশাসক দিয়ে এটা সামলানো, আমরা মনে করছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে। জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছেন না।’
সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভাবনা এসেছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মূলত এটি একটি প্রস্তাবনা আকারে স্যার (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, তাহলে যেটা হবে, নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। মনে করি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা নিয়ে অগ্রসর হতে পারব।’