বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের পক্ষে মন্ত্রণালয়ে এই চিঠি দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার আজ সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। আবদুস সাত্তার বলেছেন, তিনি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে চিঠিটি দিয়ে এসেছেন। শামীম এস্কান্দার অসুস্থ থাকায় তাঁরা চিঠি নিয়ে গেছেন। মন্ত্রীর এপিএস আসাদুজ্জামান চিঠি গ্রহণ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরা শামীম এস্কান্দারের চিঠি পেয়েছেন।
এর আগে গতকাল এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে ও দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াবে।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। ২০২০ সালের ২৫ মার্চ মুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের বাসায় অবস্থান করছেন।