এবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে চায় আওয়ামী লীগের ৩ সংগঠন

আওয়ামী লীগের তিন সংগঠন আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে সমাবেশ করতে চেয়েছিল। সে জন্য আজ সকালে সেখানে প্রস্তুতি শুরু হয়। পরে অবশ্য এই স্থান পাল্টানোর সিদ্ধান্তের কথা জানায় তারা। ২৭ জুলাই, দুপুর ১২টার দিকে তোলা
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

আওয়ামী লীগের তিন সংগঠন আগামীকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করতে চায়। এ জন্য তারা পুলিশের অনুমতিও চেয়েছে।

বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠনের পাল্টা সমাবেশের জায়গা নিয়ে পুলিশ গতকাল বুধবার আপত্তি তোলে। পুলিশের বিকল্প প্রস্তাব অনুযায়ী, আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু আগামীকাল এই স্থানের পাশেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচারপতিদের নিয়ে রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান থাকায় এখন দলটি আবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করতে চাইছে।  

গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসমাবেশের স্থান নিয়ে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘দর-কষাকষি’ হয়। এর মধ্যে আওয়ামী লীগও সমাবেশের কয়েকটি সম্ভাব্য স্থান নিয়ে গতকাল রাত ৯টা পর্যন্ত নানা ধরনের তৎপরতা চালায়। রাত ৯টার দিকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, তাঁদের মহাসমাবেশ বৃহস্পতিবারের (আজ) পরিবর্তে শুক্রবার হবে। এর আধা ঘণ্টার মধ্যে আওয়ামী লীগও জানায়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ সমাবেশটি হবে শুক্রবার বেলা আড়াইটায়,  আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে।

আওয়ামী লীগের তিন সংগঠন আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে সমাবেশ করতে চেয়েছিল। সে জন্য আজ সকালে সেখানে প্রস্তুতি শুরু হয়। পরে অবশ্য এই স্থান পাল্টানোর সিদ্ধান্তের কথা জানায় তারা। ২৭ জুলাই, দুপুর ১২টার দিকে তোলা
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

তবে আজ আওয়ামী লীগের সমাবেশের স্থান পরিবর্তনের কথা জানালেন দলটির নেতারা। ‘তারুণ্যের জয়যাত্রা’ নামের এই সমাবেশের অন্যতম উদ্যোক্তা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান প্রথম আলোকে বলেন,  ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির অনুষ্ঠান থাকায় আমরা সমাবেশের জায়গা পরিবর্তন করছি।’

আরও পড়ুন

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আজ বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতির ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির অনুষ্ঠান রয়েছে। সুপ্রিম কোর্টর বিচারপতিরা সেখানে যাবেন। আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জায়গায় মঞ্চ তৈরির কাজও করছিলাম। কিন্তু এসএসএফ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয় তোলায় মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’  

আজ বিকেল পাঁচটার দিকে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে আওয়ামী লীগের তিন সংগঠন সংবাদ সম্মেলন ডেকেছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।