ঢাকায় বিক্ষোভ করবে ১২ দলীয় জোট

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালন করে ১২-দলীয় জোট
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিরোধী দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘গায়েবি ও মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২০ মে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে ১২–দলীয় জোট। ওই দিন বেলা সাড়ে ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে এই মিছিল বের করা হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এলডিপির কার্যালয়ে ১২–দলীয় জোটের সভায় এই কর্মসূচি গৃহীত হয়। সভায় বাংলাদেশ জাস্টিস পার্টিকে চলমান যুগপৎ আন্দোলনে ১২–দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০ মে শনিবার মতিঝিলে পীরজঙ্গি মাজারের সামনে জনসমাবেশ করবে মহানগর দক্ষিণ বিএনপি।

১২–দলীয় জোটের সভায় ৬টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কূটনৈতিকদের অতিরিক্ত নিরাপত্তাসুবিধা বাতিলের সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান কারি মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপ) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের শওকত আমিন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির মহাসচিব মানসুর আলম শিকদার প্রমুখ।