দেশে এখন ফ্যাসিবাদী ও আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী

এবি পার্টি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশে এখন আগ্রাসী শাসন চলছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, এই শাসন নতুন সৃষ্টিশীল রাজনীতি বিকশিত হওয়ার পথে বিরাট অন্তরায়।

রাজধানীর পুরানা পল্টনে শনিবার বিকেলে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ে ‘জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ ঘোষণার স্মৃতিচারণা ও উদ্যোক্তাদের পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলারা চৌধুরী এ কথা বলেন।

দিলারা চৌধুরী বলেন, ‘একটি দেশ উন্নত হতে হলে সেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গঠনমূলক রাজনীতিচর্চার সুযোগ নেই।’

এবি পার্টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাঁচ বছর আগে স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে ঘোষিত হয় জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক রাজনৈতিক প্ল্যাটফর্ম। যার মাধ্যমে পরবর্তী সময়ে গড়ে ওঠে নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার ছিল জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের পঞ্চম বর্ষপূর্তি।

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মৃতিচারণা ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুবী আমাতুল্লাহ, অভিনেত্রী ও সংগঠক আরজুমান্দআরা বকুল। পুনর্মিলনীতে স্মৃতিচারণা করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।