হরতাল, অবরোধ যা-ই দিক, আওয়ামী লীগ পাহারায় থাকবে, বলছেন নেতারা

বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে তোলা
ছবি: সামছুর রহমান

রাজধানীর লালমাটিয়ায় একটি ভবনের নিচে চেয়ার পেতে বসেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা। বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রতিদিনই তাঁরা এখানে ছিলেন।

সেখানে কথা হয় ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মাসুদ বারীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএনপি যেন অশান্তি না করতে পারে, সে জন্য মাঠে আছি। হরতাল-অবরোধ যা-ই করুক, আমরা থাকব। নির্বাচন শেষ হওয়ার আগপর্যন্ত রাজপথ থেকে নড়ব না।’

গত মঙ্গলবার সকাল থেকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও। এই কর্মসূচির বিপরীতে মাঠে থাকবে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।অবরোধ কর্মসূচির শেষ দিনেও রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন
লালমাটিয়ায় একটি ভবনের নিচে চেয়ার পেতে বসেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা
ছবি: সামছুর রহমান

আজ সকাল থেকে ঢাকা উত্তর সিটির আওতাধীন লালমাটিয়া, মোহাম্মদপুর, শ্যামলী ও পান্থপথ এলাকা ঘুরে দেখে যায়, গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি সড়কের মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। ফুটপাতে চেয়ার পেতে প্রায় দিনভর বসে থাকতে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। প্রতিটি মোড়ে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী আছেন।

মোহাম্মদপুর টাউন হলের সরকারি মার্কেটের সামনের গাছতলায় চেয়ার পেতে বসেছেন ঢাকা মহানগর উত্তরের ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে কথা হয় ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল মোহাম্মদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই বসা। বিএনপি যত দিন কর্মসূচি দেবে, আমরা মাঠে থাকব।’

আরও পড়ুন

টাউন হলের যেখানে ৩১ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা বসেছেন, তার কিছুটা সামনেই গত রোববার বিএনপির ডাকা হরতালের দিন বাসে আগুন দেওয়া হয়। এ বিষয়ে আজ টাউন হলে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, ওই ঘটনার পর তাঁরা আরও সতর্ক হয়েছেন। কেউ যেন এমন অপকর্ম আর না করতে পারে, সে জন্য তাঁরা ভ্রাম্যমাণ দল তৈরি করেছেন।

আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ‘পাহারায়’ আছেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, যেদিন বিএনপির অবরোধ-হরতাল থাকবে, তাঁরা এভাবে সতর্ক অবস্থানে থাকবেন।

এ ছাড়া আজ সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে নেতা-কর্মীদের সংখ্যা বাড়ে। অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।