বিএনপি যেখানেই চাইছে সমাবেশ করতে পারছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ফাইল ছবি

বিএনপি যেখানেই চাইছে, সেখানেই সমাবেশ করতে পারছে। কোনো অসুবিধা বা কিছু ঘটার (আইনশৃঙ্খলাজনিত) আশঙ্কা থাকলে তখন শুধু বলা হয়, এই জায়গায় না করে অন্য জায়গায় কর্মসূচি পালন করেন।

বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার যেসব কথা বলা হচ্ছে, সেটি সঠিক নয়। তারা যথেষ্ট পরিমাণ লোকজন নিয়ে প্রতিটা মিটিং (সমাবেশ) করছে। বিএনপির আকাঙ্ক্ষিত লোকগুলোই কিন্তু সমাবেশে যাচ্ছে। প্রশাসন থেকে কিছু করা হচ্ছে না। পুলিশ কোনো বাধা দিচ্ছে না।

বিএনপির কর্মীরা তাদের সব মিটিংয়ে (সমাবেশ) বাঁশ নিয়ে আসছে। বাঁশ নিয়ে যাওয়ার পথে অনেক জায়গায় প্রশাসন আটকে দেয় বা যেতে দেয় না। দুই হাত লম্বা বাঁশ নিয়ে আসে বিএনপির লোকজন, পিটাপিটি (মারামারি) করার জন্য। তারা গজারির লাঠি নিয়ে আসে পিটাপিটি করার জন্য।

সমাবেশ করার ক্ষেত্রে বিএনপিকে প্রশাসনিকভাবে কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না। স্থানীয় পর্যায়ে রাজনৈতিকভাবে কিছু হলে সেটি অন্য কথা।