সরকার গোটা দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হাটপুকুর এলাকায় আজ শুক্রবার বিকেলে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: সংগৃহীত।

আওয়ামী লীগ সরকার গোটা দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারা কাউকে সম্মান করে না। দেশের আলেম-ওলামা, অধ্যাপক, বিখ্যাত—কাউকে তারা সম্মান করে না।’

আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হাটপুকুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল।

৮ এপ্রিল পুলিশি হেফাজতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আকরাম হোসেনের মৃত্যু হয় বলে তাঁর পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে। আজ যুবদলের এই নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। পরে তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের হাটপুকুর এলাকায় এক সমাবেশে অংশ নেন। এ সময় জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশের হেফাজতে আকরামের মৃত্যুর ঘটনা নতুন নয়, আমাদের আন্দোলন চলাকালে ৩০ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০ থেকে ৮০০ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে। ২৮ অক্টোবরের পর কয়েক দিনের মধ্যে ২৭ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’ তারা (আওয়ামী লীগ সরকার) সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এই সরকার পুলিশ বাহিনী দিয়ে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এবারে আপনাদের ঈদ আনন্দের হয় নাই।’

‘আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে কখনো নির্বাচিত হতে পারেনি’ বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারা ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায়। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘সবাই যেন অবাধে, বিনা ভয়ে ভোট দিতে পারে—এমন একটা নির্বাচন চাই।’