নির্বাচন কমিশন ঘেরাও করবে নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ

যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার গণ অধিকার পরিষদ আয়োজিত পদযাত্রার শুরুতে বক্তব্য দেন নুরুল হক। পল্টন, ঢাকা, ১৮ জুলাই, ২০২৩
ছবি: কবির হোসেন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে ২৫ জুলাই নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করবে নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। ওই দিন বেলা সাড়ে ১১টায় পল্টনে অবস্থিত গণ অধিকার পরিষদের এই অংশের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগারগাঁও নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করা হবে।  

যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার পদযাত্রার আয়োজন করে গণ অধিকার পরিষদের এই অংশ। পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সূচনা বক্তব্যে নুরুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

বক্তব্যে নুরুল হক বলেন, মাঠের সক্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধন না নিয়ে ভুঁইফোড় দুই দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় ও বিশেষ সংস্থার অর্থায়নে গঠিত এই দুই দল। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে গিয়ে সদুত্তর পাননি দাবি করে তিনি বলেন, ‘সিইসি বললেন, নিবন্ধনের এই সিদ্ধান্ত রাজনৈতিক। তাঁর কিছু করার নেই। তাহলে সিইসির চেয়ারে বসার যোগ্যতা তাঁর নেই।’

গণ অধিকার পরিষদকে নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে নুরুল হক বলেন, এই সরকারের নীতি ‘সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি’। দল ভাঙার ষড়যন্ত্রে সফল না হয়ে এখন তাঁদের নামে মামলা দেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। গণ অধিকার পরিষদ চুক্তিপত্রের ছয় মাসের ছয় দিন আগেও কার্যালয় ছাড়বে না। গণ অধিকার পরিষদকে নিয়ে খেলবেন না।

গতকাল অনুষ্ঠিত ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার কঠোর নিন্দা জানান গণ অধিকার পরিষদের এই অংশের সভাপতি নুরুল হক। তিনি বলেন, ‘এই সরকারের ভিত এতটাই দুর্বল, তারা হিরো আলমকেও প্রার্থী হিসেবে সহ্য করতে পারে না। এই সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মাঠ সমতল না করে এবং নিরপেক্ষ রেফারি নিশ্চিত না এবার আর কোনো পাতানো নির্বাচনী খেলায় অংশ নেব না।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ইসি এখন ‘সরকারের দালালি’ করছে। হিরো আলমও আজ আওয়ামী লীগের আতঙ্কের কারণ। শান্তি মিছিলের নামে অশান্তি শুরু করেছে আওয়ামী লীগ। এখন আর মানুষ ভোটকেন্দ্রে যায় না, সেখানে কুকুর-বিড়াল ঘোরাঘুরি করে।

বিকেল সোয়া চারটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পল্টন, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়। কর্মসূচিতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম সদস্যসচিব, মশিউর রহমান, শাকিল আহমেদ প্রমুখ অংশ নেন।