সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন খারিজ

নির্বাচন কমিশনফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর আগে এই আবেদনকারী একই আবেদন নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। সেটিও সরাসরি খারিজ হয়েছিল।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই তফসিলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ১১ ডিসেম্বর হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ও তফসিল স্থগিত চেয়ে ১৭ ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করেন ইউনুছ আলী আকন্দ। আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

পরে নির্বাচন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ প্রথম আলোকে বলেন, ‘আবেদনটি খারিজ হওয়ায় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বৈধ ও বহাল রইল। ঘোষিত তফসিল অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম যথারীতি চলবে।’

অবশ্য আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ এখনো পাইনি। পূর্ণাঙ্গ আদেশ পেলে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হবে।