নির্বাচন কমিশন লোগো

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল সোমবার। এখন পর্যন্ত ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা।

আসনটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নোমান আল মাহমুদ। তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল শনিবার আওয়ামী লীগ এই মনোনয়ন ঘোষণা করে।

দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নোমান। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল

আওয়ামী লীগের অন্য যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁরা তা জমা দেবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বোয়ালখালীর মহাসচিব সেহাবউদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। তিনি নির্বাচন করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯০টি। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন।

আরও পড়ুন

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার আগামী ৫ এপ্রিল, প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল এবং ২৭ এপ্রিল এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আসনটির সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ। তিনি গত ৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।