মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় গণসংগ্রাম গড়ে তুলতে হবে: সিপিবি
রাজনীতি এখন দুর্বৃত্তদের হাতে বন্দী। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের মর্যাদা, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে গণসংগ্রাম গড়ে তুলতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার আয়োজিত সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সিপিবি সবচেয়ে আপসহীন ও মেহনতি মানুষের স্বার্থে যোগ্য রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর এই শক্তি ও দৃঢ়তা অর্জন করেছে তারা ৭৬ বছরের লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে। তিনি বলেন, গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ক্ষমতায় গেলে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও ভোটাধিকার, গণতন্ত্র, শিক্ষা, চিকিৎসার অধিকার প্রতিষ্ঠা করবে কমিউনিস্ট পার্টি। তিনি বলেন, এ পর্যন্ত যারা শাসনক্ষমতায় ছিল এবং আছে, তারা মেহনতি মানুষকে অমর্যাদায় রেখেছে।
রুহিন হোসেন বলেন, সরকার পাচারের টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায় ও দুর্নীতি-লুটপাট বন্ধে কোনো উদ্যোগ নেয় না। রাস্তাঘাট, হাটবাজারে ইজারা, ভূমি অফিসের দুর্নীতি, চাঁদাবাজি দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যবসায়ী ও কমিশনভোগীদের সুযোগ দিতে বাংলাদেশের নিজস্ব সম্পদ গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি থাকার পরও জ্বালানি খাতকে জাতীয় অর্থনীতি ও সাধারণ মানুষের গলার কাঁটায় পরিণত করা হয়েছে। সরকারের এই ভুল নীতি ও দুর্নীতির দায় জনগণের কাঁধে চাপিয়ে দাম বাড়ানো হচ্ছে।
সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল পুরানা পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশের আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার বিভিন্ন থানাসহ সারা দেশের জেলা সদর ও উপজেলা, থানায় পার্টি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া বিভিন্ন জেলা-উপজেলায় সমাবেশ, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।