আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এই দাবিসহ আটটি দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সংগঠনের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের কাছে দাবিগুলো তুলে ধরেন।