পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য
মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না - এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আদালত কর্তৃক পলাতক ঘোষিত হলেই এই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না।