শ্রমিকদের মে দিবসও হাইজ্যাক করা হচ্ছে: সিপিবি

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে সমাবেশ করে সিপিবিছবি: সিপিবির সৌজন্যে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, শ্রমিক শ্রণির নিজস্ব মে দিবসকেও হাইজ্যাক করা হচ্ছে। মে দিবসের মর্মবাণীকে উপেক্ষা করে শ্রমিক-মালিক ঐক্যের নামে শ্রমিককে দিয়েই মালিকের শোষণযন্ত্র অব্যাহত রাখা হচ্ছে।

আজ বুধবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে সিপিবি আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেন, শ্রমজীবী মানুষই সভ্যতা নির্মাণ করে চলেছেন। কিন্তু তাঁরা অবহেলিত, শোষিত। দেশে এখনো জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত ও বাস্তবায়িত হয়নি। দেশের শ্রমজীবী মানুষের আশি শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। সেখানে শোষণ সবচেয়ে বেশি। এখনকার তাপপ্রবাহে শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন।

সমাবেশে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম সব ক্ষেত্রে শ্রমজীবী মানুষের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, সর্বজনীন রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের সন্তানদের লেখাপড়ার নিশ্চয়তা প্রদানের দাবি জানান।

সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান ব্যবস্থায় দিন দিন শ্রমজীবী মানুষের ওপর শোষণ-নির্যাতন বেড়েই চলছে। সম্প্রতি তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনে চার শ্রমিকের হত্যার বিচার এখনো হয়নি। শ্রমিকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতি নেই। তিনি গণমুখী শ্রম আইন প্রণয়নের দাবি জানান।

সমাবেশের শুরুতে গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা। সমাবেশ শেষে সিপিবি একটি র‌্যালি করে। এ ছাড়া সারা দেশেও তাদের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শ্রমিকনেতা মাহবুব আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনোয়ার হোসেন রেজা প্রমুখ।