বিএনপি ক্ষমতায় গেলে আ.লীগের চেয়ে বেশি লুটপাট চালাবে: কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী
ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ এখন যে অত্যাচার ও লটুপাট চালাচ্ছে বিএনপি ক্ষমতায় এলে এসব শতভাগ বেড়ে যাবে। আজ রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, গণপরিবহন বন্ধ ও সমাবেশ করতে বাধা দিয়ে বিএনপিকে শক্তিশালী করা হয়েছে। এতে বিএনপির ক্ষতির চেয়ে লাভ হয়েছে বেশি। গণপরিবহন বন্ধ না থাকলে বিএনপি মারামারি করত দাবি করে তিনি বলেন, ‘আমার বোন (শেখ হাসিনা) ক্ষমতা থেকে সরে যাওয়ার আগপর্যন্ত বিএনপি নিজেরা নিজেরা মারামারি করবে বলে আমার মনে হয় না।’

হাজার হাজার কোটি টাকা চুরি প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, দেশে যদি পাঁচটা সমান মর্যাদা ও শক্তিসম্পন্ন দল থাকত এবং রাজনৈতিক ভারসাম্য থাকত, তাহলে শত শত কোটি টাকা চুরি করা সম্ভব হতো না। আজ আওয়ামী লীগ চুরি করছে, কাল বিএনপি করবে। এ পরিস্থিতিতে রাজনৈতিক ভারসাম্যের দরকার।

জেএসডির কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। তবে কাদের সিদ্দিকী কথা বলার সময় তিনি মঞ্চে ছিলেন না। আগেই বক্তব্য দিয়ে চলে যান তিনি।