বিএনপির গণমিছিলে অংশ নিতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রামপুরা এলাকায় জড়ো হচ্ছেন।
অন্যদিকে এই গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর পূর্ব রামপুরা এলাকার ডিআইটি সড়কে জলকামান, রায়ট কার, প্রিজন ভ্যান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা।
আজ শনিবার বেলা দুইটার দিকে রামপুরা এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের এক দফা দাবিতে বিএনপি এই গণমিছিল করছে।
গণমিছিলের জন্য পূর্ব রামপুরা এলাকার বেটার লাইফ হাসপাতালসংলগ্ন জনতা ব্যাংক রামপুরা শাখার সামনে ট্রাকে মঞ্চ করা হয়েছে। সেখান সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল যাবে মালিবাগ আবুল হোটেল হয়ে মালিবাগ রেলগেট–মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর–কাকরাইল হয়ে নয়াপল্টনে। পরে নয়াপল্টনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা যায়, পূর্ব রামপুরা এলাকায় ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়সংলগ্ন গ্রিন টাওয়ার শপিং সেন্টারের সামনে পুলিশের রায়ট কার, জলকামান ও একটি প্রিজন ভ্যান রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাশেই পুলিশের সদস্যেরা সতর্ক পাহারায় রয়েছেন।
গণমিছিলে অংশ নিতে রামপুরা এলাকায় ট্রাকে অস্থায়ী মঞ্চের কাছে জড়ো হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। এ সময় বিএনপির কর্মী-সমর্থকদের সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
রামপুরা এলাকায় বেটার লাইফ হাসপাতালসংলগ্ন ট্রাকমঞ্চে বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হকসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।
বিএনপি নেতা–কর্মীদের জমায়েতের কারণে ডিআইটি সড়কে যানবাহনগুলোকে এক সারিতে করে ধীরগতিতে মালিবাগের দিকে এগোতে দেখা যায়। ট্রাকমঞ্চ থেকে রাস্তায় অবস্থান নেওয়া নেতা-কর্মীদের উদ্দেশে বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল রাস্তার একপাশে দাঁড়ানোর জন্য, যাতে গণমিছিল শুরুর আগপর্যন্ত যান চলাচল একেবারে বন্ধ হয়ে না যায়।