সাঈদীর মৃত্যু: মামলা ও গ্রেপ্তারকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ বলছে জামায়াত

লোগোটি জামায়াতে ইসলামীর টুইটার থেকে নেওয়া

সদ্য প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলেসহ দলের কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। ‘শোকের’ মধ্যে সরকারের এই কর্মকাণ্ডকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করে দলটি বলেছে, বর্তমান সরকারের মতো এত জুলুম-নির্যাতন অতীতে এ দেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি।

আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম এ কথা বলেন।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে মানুষ যখন শোকে মুহ্যমান, তখন সরকার শোকাহত জনগণকে ঢাকায় জানাজা ও গায়েবানা জানাজা করতে দেয়নি। উপরন্তু গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম (মাসুদ), দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীসহ হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেছে।

আরও পড়ুন

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, ‘একদলীয় কর্তৃত্ববাদী জালেম সরকারের এহেন গর্হিত কর্মকাণ্ড “মরার উপর খাঁড়ার ঘা”র শামিল। সরকারের এহেন গর্হিত আচরণের নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। বর্তমান সরকারের মতো এত জুলুম-নির্যাতন অতীতে এ দেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি।’

বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে বগুড়ার ধুনট থেকে জামায়াতের ২ জন নেতাসহ ২২ জন, পাবনার ঈশ্বরদী, সাঁথিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে ৩৩ জনসহ সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের ২ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জামায়াত।