বিরোধীদের ফাঁসাতে পরিকল্পিতভাবে নাশকতা করছে সরকার: নুরুল হক

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হকছবি: গণ অধিকার পরিষদের সৌজন্যে

বিরোধীদের ফাঁসাতে সরকার পরিকল্পিতভাবে নাশকতা করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পথসভায় তিনি এই অভিযোগ করেন।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। পথসভা শেষে দলটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে বিজয়নগর পানির ট্যাংকের মোড় পর্যন্ত গিয়ে কর্মসূচি শেষ করেন।

পথসভায় নুরুল হক অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব বিরোধী দলের নেতা-কর্মীদের হাত ভেঙে দিতে, পুড়িয়ে দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বলেছেন। এখন তাঁরা বিরোধী নেতাদের বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করছেন। সরকার বিরোধীদের ফাঁসাতে পরিকল্পিতভাবে নাশকতা করছে। পরিকল্পনা করে তারা রেলে আগুন দিয়েছে। এর আগে গাজীপুরেও তারা একই কাজ করেছে। এমনকি তদন্তের আগেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এগুলো হরতাল-অবরোধকারীরা করেছেন।

বাংলাদেশে কে সরকারি দল হবে, কে বিরোধী দল, এমপি হবে, পাশের দেশ ঠিক করে দিচ্ছে বলে অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, এভাবে বাংলাদেশকে একটি সংঘাতপূর্ণ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তারা একতরফা নির্বাচনকে সহযোগিতা করছে।

এই সরকারের পতন ঘটাতে হরতাল-অবরোধের পর অসহযোগ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, এই আন্দোলন বিভিন্ন ধাপে সাজানো। সময়মতো সঠিক কর্মসূচি হবে। তিন দিনের গণসংযোগের পরও ২৪ ডিসেম্বর সর্বাত্মক অবরোধ হবে। ৭ তারিখের আগেই চূড়ান্ত ফল অর্জন করতে হবে। দেশের অস্তিত্ব রক্ষায় জনগণকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গতকাল সিলেটে আওয়ামী লীগের সমাবেশে নৌকা, ডামি নৌকা, স্বতন্ত্র নৌকার প্রার্থীরা সব এক মঞ্চে বসেছেন। সারা দেশে আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগের স্বতন্ত্র, ডামি প্রার্থী। এটা কোনো নির্বাচন? এই নির্বাচন জনগণ বর্জন করেছে। ‘আমরা ও মামুরা’ মিলে যে নির্বাচন, এই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না।

পথসভা সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান। আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, আবদুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান।