খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরফাইল ছবি

মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে। বিএনপি জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপির মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় তারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি কোনো রাজনৈতিক বিষয় নয়। এটা আইনগত বিষয়। আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে।

বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন করছে, তাতে জনগণের সম্পৃক্ততা নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে একটি অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছে। বিএনপি যখনই তথাকথিত আন্দোলন নিয়ে মাঠে নামে, তখন তাদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে সক্রিয় করে। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি। আওয়ামী লীগ সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সর্বদা তৎপর থেকেছে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে সক্ষম হলে বা তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে পারলে নির্বাচনে অংশগ্রহণের সৎ সাহস দেখাতে পারত।

বিএনপি কখনোই জনগণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে। বিএনপি ও তাদের দোসররা সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরূহ।