তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলছবি: প্রথম আলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর ‘ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ওই বক্তব্য প্রত্যাহার করে মন্নাফীকে তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় আবু আহমেদ মন্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ আখ্যা দেন। মন্নাফী বলেন, ‘সে (তারেক) বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে, শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাঁকে কোনো দিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর জিব কর্তন করবে।’

মন্নাফীর এই বক্তব্যের প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে এই মিছিলে ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে জগন্নাথ হল ক্রসিং দিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই শিষ্টাচার বিষয়টি অনুপস্থিত। মন্নাফী যদি তাঁর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করেন এবং দেশবাসী ও দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে এর জবাব দেবে।’