আওয়ামী লীগ বিজয় শোভাযাত্রার তারিখ পেছাল
আগামীকাল সোমবার রাজধানীসহ সারা দেশে বিজয় শোভাযাত্রা স্থগিত করেছে আওয়ামী লীগ। কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের দিন হওয়ায় তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার শোভাযাত্রা হবে।
আজ রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। এদিকে বিএনপিও তাদের হরতাল কর্মসূচি এক দিন পিছিয়েছে। আজ দুপুরে এক ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পূর্বঘোষিত হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার করার ঘোষণা দেন।
আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সরকার আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ জন্য একই দিন অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এখন ১৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা আড়াইটায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এ বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সারা দেশেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন একই দিন বিজয় শোভাযাত্রা করবে।