পাসপোর্ট নেই, কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত: প্রশ্ন রিজভীর

ঢাকার দোহারে জয়পাড়া কলেজে আজ বৃহস্পতিবার দুপুরে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীছবি: সংগৃহীত

ভারত কিসের ভিত্তিতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার লাল বা সবুজ—কোনো পাসপোর্টই নেই। বাংলাদেশ সরকার তা বাতিল করে দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন? কিসের ভিত্তিতে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভারত শেখ হাসিনার প্রেমে মরিয়া হয়ে গেছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী প্রধান অতিথির বক্তব্যে ভারতকে নিয়ে এ কথা বলেন।

রিজভী বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তাঁর মতো ভয়ংকর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা পাড়া-মহল্লা থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে তিনি মাস্তানি করেননি। তাঁর জন্য বাংলার মানুষ মুখ খুলতে পারতেন না। তিনি বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করে এক মহাচোর বনে গেছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। তাঁর জনগণের দরকার ছিল না, ভোটের দরকার ছিল না। তিনি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। তিনি তাঁর বাবার মতোই দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

শেখ হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, হাসিনা শিশু-তরুণ, এমনকি ছাত্র-ছাত্রীদের হত্যা করেছেন। এই হত্যাকারীকে বাংলার জমিনে আর স্থান দেওয়া হবে না। বাংলার জনগণ হাসিনাকে আর মেনে নেবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন। তিনি বলেন, ‘এখন থেকে ছাত্রদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে ছাত্রদের এগিয়ে আসতে হবে। নবীনেরাই আগামীর ভবিষ্যৎ। দেশের কল্যাণে তাঁদের সবার সামনে থাকতে হবে।’

অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ২০২৪–এর গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল অবিস্মরণীয়।

জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, ঢাকা জেলা যুবদলের হাসেম ব্যাপারী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।