নুরুল হক নুর
ফাইল ছবি: প্রথম আলো

গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক বলেছেন, বিরোধী দলের কর্মসূচিতে লুঙ্গি পরা, মাথায় গামছা বাঁধা লোকজন অংশ নিচ্ছেন, যা প্রমাণ করে এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন। কাজেই সেলফি এবং মোদি এবার সরকারের গদি টেকাতে পারবে না।

আজ শনিবার পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গণমিছিল কর্মসূচির আগে এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ (নুরুল–রাশেদ)।

নুরুল হক বলেন, কথা পরিষ্কার শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আজ যুগপৎ কর্মসূচি ছিল। রামপুরা থেকে আসার পথে লক্ষ করলাম মিছিলে লুঙ্গি পরা, মাথায় গামছা বাঁধা লোকজন, যা প্রমাণ করে এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন। কাজেই সেলফি এবং মোদি গদি টেকাতে পারবে না।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। জো বাইডেনসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সেলফি তুলে প্রচার করছে যে সব ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু মার্কিন পররাষ্ট্রনীতি আর একটি সেলফির মধ্যে বহুত পার্থক্য আছে।

গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম প্রমুখ।