দুর্বৃত্তায়িত অর্থনীতি দুর্বৃত্তায়িত রাজনীতির জন্ম দিয়েছে: সিপিবি

স্মরণসভায় বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ঢাকা, ২৯ মেছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, দেশে এখন কর্তৃত্ববাদী শাসন চলছে। জনগণের ভোটাধিকার নেই। দুর্বৃত্তায়িত অর্থনীতি দুর্বৃত্তায়িত রাজনীতির জন্ম দিয়েছে। লুটপাট, বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুট সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থা চলতে পারে না।

আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনের মুক্তি ভবনে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় নেতারা এসব কথা বলেন। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্মরণসভার শুরুতে সৈয়দ আবু জাফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণা করেন সিপিবির নেতারা।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাজ্জাদ জহির, অনিরুদ্ধ দাশ প্রমুখ।