ইফতারে খেজুর-আপেল দরকার না হলে বিক্রি বন্ধ করে দিন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ৭ মার্চছবি: সংগৃহীত

ইফতারে খেজুর, আপেল, আঙুর খাওয়া নিয়ে শিল্পমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘ইফতারে যদি খেজুর, আপেল, আঙুর খাওয়ার দরকারই না থাকে; তাহলে এগুলো বিক্রি বন্ধ করে দিন। সবাই কৃচ্ছ্র সাধন করুক।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ গত মঙ্গলবার জেলা প্রশাসকদের সম্মেলনে বলেছিলেন ‘খেজুর নিয়ে আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন, আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। পেয়ারা দেন না, সবকিছু দেন। প্লেটটা (ইফতারির) ওইভাবে সাজান।’ শিল্পমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বাংলাদেশের রাজনীতির ব্যাপারে ভারতের অবস্থানেরও সমালোচনা করেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভারতের নিজের দেশে গণতন্ত্র থাকলেও অন্য দেশে গণতন্ত্র থাকুক, সেটা তারা পছন্দ করে না। ভারতের আশপাশের দেশগুলোকে নিয়ে এ গণতন্ত্রের ছিনিমিনি খেলা হচ্ছে। এই ছিনিমিনি খেলতে গিয়ে কোনো কোনো দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে তারা।

আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই প্রবল গণতন্ত্র হরণকারী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে। এ সরকারের শাসনামলে বিরোধী দল রাখবে না, এই প্রত্যয় নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আর এ জন্যই দেশের গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, বিএনপির সহতথ্যবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।