আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থার কারণে দেশ গভীর সংকটে: এবি পার্টি

রোববার সন্ধ্যায় রাজধানীতে ব্রিফিং করে এবি পার্টি। ঢাকা, ২১ জানুয়ারিছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছে সরকারের কিছু সিন্ডিকেট ও লুটেরাদের সুবিধার্থে। নিজেদের তেল–গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের কর্যক্রম বন্ধ রেখে জনগণের টাকা লুটপাটের জন্যই আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তাঁরা এসব কথা বলেন। সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ ও জ্বালানি খাতের সংকটের বিষয়ে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, গ্যাসের সরবরাহ বন্ধ রেখে সরকার বাংলাদেশকে প্রস্তরযুগে ঠেলে দিচ্ছে। কলকারখানাসহ বাসাবাড়ির রান্নার গ্যাসও সরকার এখন সরবরাহ করতে পারছে না। এই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও হুমকির মুখে পড়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছে শুধু সরকারের কিছু সিন্ডিকেট ও লুটেরাদের সুবিধার্থে। নিজেদের তেল–গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কর্যক্রম বন্ধ রেখে জনগণের টাকা লুটপাটের জন্যই আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ কারণেই দেশ আজ এই গভীর সংকটে নিপতিত।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, দেশে গণতান্ত্রিক সরকার ছাড়া জবাবদিহি নিশ্চিত হয় না। আর জবাবদিহি ছাড়া কোনো সংকট সমাধান সম্ভব নয়। বর্তমান বাংলাদেশের সব সমস্যা সমাধানে বর্তমান অগণতান্ত্রিক–ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।