আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দিদারুলের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য দিদারুল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন; যদিও তিনি দলের মনোনয়ন পাননি।

মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্রধান স্বাক্ষরিত কাগজপত্র জমা দিতে না পারায় তাঁর মনোনয়নপত্র বাতিলের আদেশ দেন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। তবে আওয়ামী লীগের প্রার্থী এস এম আল মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

দলীয় মনোনয়নবঞ্চিত হওয়ার পর দিদারুল আলম শুরুতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন। তবে মনোনয়নপত্র জমা ও নেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র উত্তোলন করেন। ওই দিনেই তা জমা দেন।

তবে পরদিন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের বলেন, নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহার করবেন। সুবিধামতো সময়ে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলেও জানিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই তা বাতিল হয়েছে।

আজ দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে দুটি আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলমসহ চারজনের এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আওয়ামী লীগের এম এ সালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।