ওবায়দুল কাদেরের টার্গেট এখন মাথা ভাঙা: রিজভী

রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের পাশে ঢাকার মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ২৬ মে
ছবি: তানভীর আহাম্মেদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের টার্গেট এখন মাথা ভাঙা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির সমাবেশে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের পাশে ঢাকার মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি ওই প্রসঙ্গে কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কয়েক দিন আগে ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছিল না, আর আমরা চুপ করে বসে থাকব না। ...আজ সকালে কেরানীগঞ্জে ঢাকা জেলার সমাবেশে গিয়েছিলাম। আপনার তৈরি করা ক্যাডাররা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে ইট ছুড়ে মাথায় আঘাত করেছে। সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।...এখন দেখছি, আপনার টার্গেট হচ্ছে মাথা ভাঙা।’

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, ‘নিপুণ রায় হাসপাতালে কাতরাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আজ কেরানীগঞ্জে বিএনপির আক্রমণে অনেকে আহত হয়েছে। বিএনপির আক্রমণে আহত হলে নিপুণ রায় কেন হাসপাতালে, তার মাথায় সেলাই লাগল কেন? আপনারা আগুন নিয়ে খেলছেন, এই আগুনেই আওয়ামী সরকার পুড়ে ছারখার হয়ে যাবে।’

গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা হয়।

বেলা তিনটায় সমাবেশ শুরু হলেও জুমার নামাজের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে জমায়েত হন। হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।

এ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচনের আশা করা, আর সুন্দরবনে বেঙ্গল টাইগারের কাছে ছাগল পাহারায় রাখা একই হবে বলেও মন্তব্য করেন রিজভী।

বর্তমান সরকারের অধীন আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে—প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী এসব কথা বলেন।

জনসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের উল্লেখ করে বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়া বলতে চাই, বাংলাদেশে এখন যত জায়গায় নির্বাচন হবে, নৌকা কোথাও জিতবে না।’

ধানমন্ডির পদযাত্রায় হামলার জন্য পুলিশ এবং গাড়িতে অগ্নিসংযোগের জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন আবদুস সালাম। তিনি বলেন, ‘আমরা গাড়ি ভাঙি না, আমরা গাড়িতে আগুন দিই না। এই শেখ হাসিনার বাহিনী, তারাই গাড়িতে আগুন দিয়ে বিএনপির নামে মামলা দেয়।’

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদেরও আওয়ামী লীগের কথায় বিএনপির ওপর আক্রমণ না করতে ও মিথ্যা মামলা না দিতে আহ্বান জানান আবদুস সালাম।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ, যুবদলের সুলতান সলাহউদ্দিন, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, মুক্তিযোদ্ধা দলের সাদেক খান, ছাত্রদলের সাইফু মাহমুদ, মহানগর নেতা নবীউল্লাহ নবী, তানভীর আহমেদ রবিন, জাসাসের হেলাল খান প্রমুখ।