প্রার্থিতার ফরম নিয়ে ফেরদৌস বললেন, এখন মাঠের নায়ক

নির্বাচন কর্মকর্তার কাছ থেকে ঢাকা-১০ আসনের জন্য প্রার্থিতার ফরম নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস
ছবি: সুহাদা আফরিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের জন্য প্রার্থিতার ফরম তুলেছেন চিত্রনায়ক ফেরদৌস। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় রিটার্নিং কর্মকর্তার কাছে এসে ফরম সংগ্রহ করেন।

ফেরদৌস বলেন, এত দিন পর্দার নায়ক ছিলাম, এখন মাঠের নায়ক।

গত রোববার আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। তাতে ঢাকা–১০ আসনের জন্য ফেরদৌসকে মনোনীত করা হয়। আগামীকাল বুধবার তিনি ফরম জমা দেবেন বলে জানান।

গতকাল সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বলে জানান ফেরদৌস। তিনি বলেন, ‘আমি সব সময় নায়কই থাকতে চাই, চরিত্রাভিনেতা হব না। নায়ক হিসেবেই অবসরে যাব।’

নির্বাচনী যাত্রায় হঠাৎ আসা নয় বলেন ফেরদৌস। জানান তাঁর পরিবার ও শ্বশুরবাড়ি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ছাড়া তিনি দলের বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত। তিনি আশা করেন, নায়ক হিসেবে সবার ভালোবাসা পেয়েছেন, এবার রাজনীতির মাঠেও তা অব্যাহত থাকবে।

শুধু রাজনীতি নয়, অভিনয় নিয়েও কথা বলেন ফেরদৌস। প্রয়োজনে হয়তো বছরে একটা সিনেমা তিনি করবেন বলে জানান। এ ছাড়া বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও তিনি কাজ করার চেষ্টা করবেন।

ফেরদৌস আরও বলেন, ঢাকা-১০–এর সাবেক সংসদ সদস্য ও বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস তাঁকে লোকবল দিয়েছেন। এ অঞ্চলে মাদক ও সন্ত্রাসের সমস্যা দূর করতে কাজ করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন