অধিকারবিহীন মানুষের স্মার্ট হওয়ার সুযোগ নেই

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে নেতা ও অতিথিরা। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে
ছবি: সংগৃহীত

ভোটের অধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সরকার এখন স্মার্ট বাংলাদেশের কথা বলে আরেকটি নতুন প্রতারণা শুরু করেছে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির নেতাদের মতে, দেশের অধিকারবিহীন মানুষের স্মার্ট হওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসে এসব কথা বলা হয়।  

দশম কংগ্রেসের উদ্বোধনী আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সমাজতন্ত্র ছাড়া দেশ ও জনগণের মুক্তি নেই। সরকারের অপশাসনের বিরুদ্ধে আজ সব বিরোধী দল ও জনগণ রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের এই ঐক্যই সরকারকে পিছু হঠতে বাধ্য করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকারবিহীন মানুষের স্মার্ট হওয়ার কোনো সুযোগ নেই। ডিজিটাল বাংলাদেশের কথা বলে গত দেড় দশকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশকে গভীর সংকটের মুখে ফেলা হয়েছে।

চলমান সংকট উত্তরণে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তদারকি সরকার গঠনে সরকারকে দ্রুত ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন সাইফুল হক।

এ আয়োজনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সচিব রাশেদ খান প্রমুখ।