বিদ্যুৎ খাতে চুরি-ডাকাতির চক্রে সরকার নিজেই নাকাল: এবি পার্টি

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ করে এবি পার্টি। ২২ মেছবি: সংগৃহীত

এবি পার্টির নেতারা অভিযোগ করেছেন, সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। দিনের পর দিন লোডশেডিংয়ে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ খাতে নজিরবিহীন চুরি-ডাকাতির চক্রে সরকার নিজেই নাকাল হতে বসেছে।

বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বুধবার বিকেলে ঢাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন এবি পার্টির নেতারা। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতির বক্তব্যে দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এই সরকার। সরকারের কর্মকর্তা–কর্মচারীরা দুর্নীতিতে নিমজ্জিত।

অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। অন্যদিকে দলের সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ‘আজ আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দলের আন্দোলন ছাড়াই সরকার ভেতর থেকে ভেঙে পড়ছে।’ লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, দিনের পর দিন লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারকে এর জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে।

এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব যোবায়ের আহমেদ ভুইয়া, আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।