বিএনপির নেতা সালাউদ্দিন আইসিইউতে

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে আজ মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। এ তথ্য প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ কারাগারে ছিলেন। সেখানে গতকাল সোমবার তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে গতকালই তাঁকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে আজ ভোরে বিএসএমএমইউয়ে নিয়ে আসা হয়।

শায়রুল কবির খান বলেন, সালাউদ্দিন আহমেদের মেয়ে ফারজানা শারমিন তাঁর বাবার সঙ্গে আছেন। তিনি পেশায় চিকিৎসক। ফারজানা শারমিন জানিয়েছেন, তাঁর বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।