এই সরকার ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে: এবি পার্টি

ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিজয়নগর, কাকরাইল, পুরানা পল্টন এলাকায় পদযাত্রা করেন এবি পার্টির নেতা–কর্মীরা। ঢাকা, ২৩ ডিসেম্বরছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার জনগণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলছে, আওয়ামী লীগের ‘একদলীয়’ নির্বাচনী ট্রেন পুরো দেশকে নিয়ে শিগগিরই লাইনচ্যুত হবে।

রাজধানীর বিজয়নগরে আজ শনিবার বিকেলে এক সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেছেন। ‘প্রহসনের নির্বাচন বর্জন করুন, জনগণকে উদ্বুদ্ধকরণে প্রচার’ স্লোগানে পদযাত্রা উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের পাশাপাশি ভোট বর্জনের আহ্বানে ঢাকার বিজয়নগর, কাকরাইল, পুরানা পল্টন এলাকায় পদযাত্রা করেছেন এবি পার্টির নেতা–কর্মীরা।

আসন্ন ভোট বর্জন করার আহ্বান জানিয়ে সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব বলেন, সরকার জনগণের ভোটাধিকার পদদলিত করে একটি প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। জনগণের সঙ্গে সম্পৃক্তহীন আওয়ামী লীগের ‘একদলীয়’ নির্বাচনী ট্রেন পুরো দেশকে নিয়ে শিগগিরই লাইনচ্যুত হবে। দুর্নীতিবাজ, লুটেরা ও কিছু দালাল ছাড়া এই নির্বাচনী ট্রেনে অন্য কোনো যাত্রী নেই।

আওয়ামী লীগ সরকার ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, শেখ হাসিনা গণভবনে বসে ঠিক করছেন কে নৌকায়, কে লাঙ্গলে আর কে মশাল আর ঈগল নিয়ে নির্বাচন করবে। নৌকা, লাঙ্গল, মশাল, ঈগল, বাস আর একতারা—সবই শেখ হাসিনার লোক।

ট্রেনে আগুন লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যার ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে বলে অভিযোগ করেন সংগঠনটির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, আলমগীর হোসেন, এম আমজাদ খান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম প্রমুখ।