দেশের অর্থনীতি খাদের মাঝে, সরকারের জবাবদিহি নেই: সাকি

শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দুর্নীতি-লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভয়াবহ খাদের মাঝে পড়েছে। জনগণের ভোটাধিকার না থাকায় সরকারের ন্যূনতম জবাবদিহি নেই।

এই সময়ে শহীদ আসাদ অনেক বেশি প্রাসঙ্গিক উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাদসহ ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, সেই বাংলাদেশকে বর্তমান সরকার খাদের কিনারায় নিয়ে গিয়েছে।’

শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে জোনায়েদ সাকি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমাবেশটির আয়োজন করে।

দেশের বর্তমান শাসনব্যবস্থাকে কর্তৃত্ববাদী দাবি করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী অভিযোগ করে বলেন, বর্তমান কর্তৃত্ববাদী শাসন দেশের সব মানুষের ভবিষ্যৎকে নষ্ট করছে। ছাত্রদের ভবিষ্যৎও নষ্ট করছে।

সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণমানুষের যেকোনো সংগ্রামে এ দেশের ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, বর্তমানে জনগণের ভোটাধিকার, শিক্ষা ও কাজের দাবিতেও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ধারায় ফেরত আনা না যায়, তাহলে সবার ভবিষ্যৎকে নষ্ট হবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামান, ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন, ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান বলেন, ‘বর্তমানে সরকার স্মার্ট বাংলাদেশের কথা বলছে, তাদের স্মার্ট বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। তাদের হাতে লেগে আছে বিশ্বজিতের রক্ত, লেগে আছে আবরারের রক্ত। তারা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীদের স্বপ্ন খুন করার দায় নিয়ে বসে আছে।’ তিনি আরও বলেন, ‘পৃথিবীতে কোনো স্বৈরাচার দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না, বর্তমান সরকারের পতন ঘটিয়ে আমরা এই দেশের মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করব।’