সরকার এবার ডামি নির্বাচন উপহার দিচ্ছে: গণতন্ত্র মঞ্চ
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এবার একটি ‘ডামি নির্বাচন’ উপহার দিচ্ছে বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
আজ সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।
সরকার পতনের দাবিতে নবম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে তাঁরা এই সমাবেশ করেন। সমাবেশের আগে পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর পানির ট্যাংকি ও জাতীয় প্রেসক্লাব এলাকায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, এবার আগে থেকেই কথা হচ্ছিল, নতুন চমক আসবে। এই সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার নামে এবার একটি ডামি নির্বাচন উপহার দিচ্ছে। শেখ হাসিনা মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই বললেন, ‘ডামি প্রার্থী দাও।’ ডামি দিয়েই তিনি নির্বাচন করবেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, তাঁরা ডামি প্রার্থীর কথা বলছেন। নৌকার প্রার্থী ডামি, নৌকার বিরোধী প্রার্থীও ডামি, স্বতন্ত্র প্রার্থীও ডামি, জাতীয় পার্টির প্রার্থীও ডামি, বিদ্রোহী প্রার্থীও ডামি। সব ডামি প্রার্থীর নিয়ন্ত্রক শেখ হাসিনা।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গ তুলে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শরিকদের খুবই মন খারাপ। শরিকদের প্রায় সব আসনে নৌকা প্রার্থী দিয়েছে। নতুন করে আজ তিনি ভাগ-বাঁটোয়ারা করবেন। কোন কোন আসন কোন কোন দলের প্রার্থীর নামে বরাদ্দ দেবেন, আজ অনেকখানি তাঁরা ঠিক করে ফেলবেন। এই হচ্ছে নির্বাচনের তামাশা।
সাইফুল হক আরও বলেন, এক মাসের আমদানির ডলার আছে কি না, সন্দেহ। এই সরকার দেশকে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়ে মানুষ দুশ্চিন্তায়। পুরো দেশের জন্য একটা বিয়োগান্ত পরিণত তারা ডেকে আনছে।
জেএসডির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক ইমরুল ইমন।