রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩১

রাজধানীর ১১টি স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করে। ডিএমপি জানায়, মিছিলকালে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্টন ও মতিঝিল এলাকা থেকে কয়েকজনকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়।