শেখ হাসিনার পতন নিয়ে আমীর খসরুর সংশয়

সারা দেশে বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
ছবি: প্রথম আলো

সরকারের পতন ঘটাতে লাখ লাখ লোক নিয়ে আন্দোলনে নামতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা দুই হাজার লোক যদি প্রাণও দিই, তাহলেও শেখ হাসিনাকে পতন সম্ভব না। এ জন্য লাখ লাখ লোক নিয়ে আন্দোলনে নামতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের তর্জন–গর্জনের দরকার হবে না। আমাদের গর্জন হবে কাজের মধ্য দিয়ে। বেশি কথা বলে আন্দোলন এগিয়ে যাবে না। আমাদের আন্দোলন পরিকল্পিত। সুতরাং বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে সরানো যাবে না। পরিকল্পিত আন্দোলনে সরকারের পতন হবে। এ জন্য জনসম্পৃক্ততাকে কাজে লাগাতে হবে। কারণ, আন্দোলনে আমাদের সুবিধা হলো, দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে।’

আজ শুক্রবার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ২২ আগস্ট থেকে চট্টগ্রামসহ সারা দেশে বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা ছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দোলনের জোয়ার শুরু হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘নেতা–কর্মীদের সাহস দেখতে পাচ্ছি। সমর্থকেরাও রাস্তায় নেমে আসছেন। সময়ের অপেক্ষা, শেখ হাসিনার লোকজনও আন্দোলনে চলে আসবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগরে এক ঘণ্টার ডাকে পুরো নগর অচল করার মতো নেতা আছেন। কোনো জেলায় যদি আন্দোলনের নেতা প্রয়োজন হয়, তাহলে চট্টগ্রাম নগর থেকে নিয়ে যান। বিএনপি কোনো বাহিনীর দল নয়, বিএনপি জনগণের দল।

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ফেসবুকে ছবি তোলার জন্য এই আন্দোলন নয়, কঠিন আন্দোলন করতে হবে। চট্টগ্রামের নেতারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে চট্টগ্রাম থেকেই সরকারের পতন হবে।

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন প্রমুখ।