র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর ঘটনায় কর্মসূচি দেবে বিএনপি

র‍্যাবের হেফাজতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর প্রতিবাদে কর্মসূচি দেবে বিএনপি। আজ মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, তা জানা যায়নি।

সুলতানা জেসমিনকে (৪৫) গত বুধবার সকালে শহরের মুক্তির মোড় থেকে র‍্যাব আটক করে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। জেসমিনের মৃত্যুর ঘটনার উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার এক অনুষ্ঠানে সরকার ও র‍্যাবের সমালোচনা করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যে র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জার, আবার সেই র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্যাতন করে ওই নারীকে হত্যা করার। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।’

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সুলতানা জেসমিন ‘হত্যার’ প্রতিবাদে সারা দেশে মানববন্ধন বা বিক্ষোভের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।