তাড়াহুড়া করলে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে: জামায়াত নেতা গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারছবি: সংগৃহীত

তাড়াহুড়া করলে জুলাই গণ–অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাই ঘোষণাপত্র তৈরিতে সময় নিতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘তবে খুব বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, ষড়যন্ত্রের সুযোগ বা চক্রান্তের জন্য যারা অপেক্ষা করে, সেই সুযোগ তারা যেন না পায়। দেরি না করে এ উদ্যোগ দ্রুত শুরু করা উচিত।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া পাঠানো হয়েছে৷ আজকের আলোচনায় প্রতিটি দলের এবং বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে৷ তবে বিস্তারিত আলোচনা হয়নি। একটা কথা মোটা দাগে বলতে পারি, প্রতিটি দল একটা ঘোষণাপত্র যে হওয়া প্রয়োজন, সেটা অনুভব করেছে। তবে তাড়াহুড়া করলে গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করতে হবে। জুলাই অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষাকে ধারণ করে অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলিখিত ঘোষণাপত্র কীভাবে তৈরি করা যায়, সেই আলোচনা হয়েছে। আমরা আলাদাভাবে প্রস্তাব দেব। পরে সব কটিকে একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্রে রূপান্তরিত করা হবে। তবে খুব বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, ষড়যন্ত্র বা চক্রান্তের জন্য যারা অপেক্ষা করে, সেই সুযোগ তারা যেন না পায়৷ দেরি না করে এই উদ্যোগ দ্রুত শুরু করা উচিত। সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন, তাঁরা আমাদের মতামতগুলো পর্যালোচনা করবেন। একটা হোমওয়ার্ক করার পর আমাদের সঙ্গে দ্বিতীয় ধাপে আবার বসবেন।’