বনানীর অফিসে আমরাই যাব একদিন, বললেন জাপা থেকে বহিষ্কৃত মসিউর

‘পল্লিবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা থেকে প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। জাতীয় প্রেসক্লাব, ২৩ অক্টোবর
ছবি: আশরাফুল আলম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয় এবং দলীয় কাকরাইলের কার্যালয়ে একদিন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তাঁর অনুসারীরা যাবেন। আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর অনুসারীদের দল থেকে বের করে দেওয়া হবে।

আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জাতীয় পার্টির রওশনপন্থীরা এসব কথা বলেন। ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে ‘পল্লিবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা থেকে প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক এ সভার আয়োজন করেন তাঁরা।

জাপা থেকে সম্প্রতি বহিষ্কার হওয়া দলটির সাবেক মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা) বলেন, ‘আমাদের বনানী অফিসে আমরাই যাব একদিন। হুসেইন মুহম্মদ এরশাদকে মানবেন না, তাঁর অনুগত লোকদের দল থেকে বের করে দেবেন।’

অনুষ্ঠানের প্রধান বক্তা মসিউর রহমান আরও বলেন, আর যা–ই হোক, কিন্তু জি এম কাদেরের নেতৃত্বে আর কোনো দিন জাতীয় পার্টি করব না। তিনি রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির রাজনীতি করবেন।

মসিউর রহমান বলেন, ‘কয়েক দিন আগেও আমি মহাসচিব ছিলাম। আমি হঠাৎ করে মহাসচিব হওয়ার অযোগ্য হলাম কেন? আমি ২৮ বছর ধরে জাতীয় পার্টি করি। যখন ইচ্ছে যাকে খুশি বের করে দেবে, এটা কারও বাপের সম্পত্তি না। এটা এরশাদের জাতীয় পার্টি। যদি এর অধিকার দিতে হয়, শরিয়ত অনুযায়ী তাহলে হুসেইন মুহম্মদ এরশাদের সম্পত্তি পাবেন রওশন এরশাদ। দলের নেতৃত্বে থাকবেন রওশন এরশাদ।’

সময় হলে জায়গামতো পৌঁছে যাব উল্লেখ করে মসিউর রহমান বলেন, ‘স্ত্রী হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের জায়গায় যাবেন রওশন এরশাদ। তিনি সুস্থ হয়ে এলে তাঁর অবস্থানে চলে যাবেন। ওনাকে যেভাবে বিরোধী দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁকে আটকায় যেন। বিরোধী দলের নেতার যে চেয়ার আছে, সেটা থাকলে হুইলচেয়ার বসানো যায় না। সেটাকে সরিয়ে দিয়ে হুইলচেয়ার ওখানে বসবে। রওশন এরশাদ বিরোধী দলের নেতা হিসেবে বক্তৃতা করবেন ওই দিন। সে দিন পারলে ঠেকাইয়েন।’

রওশন এরশাদ জাতীয় পার্টির মূলধারা, জি এম কাদেরের জাতীয় পার্টি মূলধারা নয় দাবি করে মসিউর রহমান বলেন, জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য ছাড়া একজনও তাঁদের (জি এম কাদের) সঙ্গে নেই। তাঁরাও যেন চলে আসেন সেই ব্যবস্থা করছি। যদি কেউ না আসেন, আগামী দিনে মনোনয়ন না পেলে সেটার দায় নেব না।

আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিলের ডাক দিয়েছেন রওশন এরশাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, কাউন্সিলের মাধ্যমে জি এম কাদের দল থেকে সারা জীবনের জন্য বিতাড়িত হবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম আলম বলেন, ‘আমরা বসে নেই। ২৬ নভেম্বর ঢাকা হবে লাঙ্গল ও রওশন এরশাদের শহর।’