যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও বিএনপি নেতারা
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।  

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এ বৈঠক হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় ধরে চলা এ বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বিএনপি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণে তাঁর বাসভবনে বিএনপি নেতারা এ বৈঠকে অংশ নেন।

এ বৈঠকে তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এ আলোচনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার বিষয় গুরুত্ব পেয়েছে।